ScholarsHome
ScholarsHome

Hafiz Ahmed Mozumder

Chairman, Hafiz Mozumder Trust

জাতীয় উন্নয়নের পূর্বশর্ত হল শিক্ষা। সার্বিক শিক্ষার উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে চাই আলোকিত মানুষ। প্রকৃত জ্ঞানী ব্যক্তিরাই সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন করে আপামর মানব সমাজের মাঝে মঙ্গল আনতে পারে। যথার্থ শিক্ষা প্রদান করা গেলে প্রতিটি শিশু হয়ে উঠবে আগামী দিনের যোগ্য নাগরিক। এ লক্ষ্যকে সামনে রেখে স্কলার্স হোম শুরু করেছে স্কুল কার্যক্রম। শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার ধারাবাহিকতা রক্ষার নিমিত্তে স্কলার্স হোম প্রতিষ্ঠার পর থেকে নিরলস কাজ করে যাচ্ছে। সেই সাথে স্কলার্স হোমের কার্যক্রমে নিয়োজিত আছেন একদল দক্ষ, উদ্যমী ও পরিশ্রমী শিক্ষক। যাদের মননে, মেধায় ও কাজে সকল সময় থাকে তাদের শিক্ষার্থীদের উন্নয়ন। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় এরই মধ্যে অ্যাসেড স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে, ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ্।